বিবিএনিউজ.নেট | ২৫ এপ্রিল ২০১৯ | ১১:৪৪ পূর্বাহ্ণ
পুঁজিবাজার তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্সের ৩০তম বার্ষিক সাধারণ সভা ২৪ এপ্রিল রমনার ইস্কাটন গার্ডেন রোডস্থ লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ইমরান আহমেদ। এসময় অন্য পরিচালকরা ছাড়াও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইহসান কাদের এবং মুখ্য অর্থ কর্মকর্তা জাফর উল্লাহ খান উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানি সেক্রেটারী শার্মি নূর নাহার।
সভায় সমাপ্ত ২০১৮ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনা করেন বিনিয়োগকারীরা। বার্ষিক প্রতিবেদন থেকে দেখা যায়, আলোচ্য বছরে প্রতিষ্ঠানটি নিট পরিচালন আয় ২০১৭ সালের তুলনায় ১৬ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ১১৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। আবার মোট সম্পদ ১৩ কোটি টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে দুই হাজার ৪০৭ কোটি টাকায় এবং বিনিয়োগকারী সম্পদ তিনশত দুই কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে তিনশত ১১ কোটি টাকায় দাঁড়িয়েছে। তবে এই সময়ে প্রতিষ্ঠানটির দায় বেড়েছে কিছুটা। ২০১৮ অর্থবছরে উল্লিখিত দায় দুই হাজার ৯২ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে দুই হাজার ৯৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।
সভায় বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন লাভ করে।
বাংলাদেশ সময়: ১১:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯
bankbimaarthonity.com | Sajeed