বিবিএনিউজ.নেট | ১০ ডিসেম্বর ২০২০ | ৪:৪১ অপরাহ্ণ
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের দুটি শাখা আজ বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। শাখা দুটি হচ্ছে বরিশালের সুবিদখালী ১৯৮তম শাখা এবং বরগুনা ১৯৭তম শাখা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৯৮তম সুবিদখালী শাখা উদ্বোধন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান এবং স্থানীয় সুধী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৯৭তম হিসেবে বরগুনা শাখার উদ্বোধন করেন ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৯৭তম বরগুনা শাখা
বাংলাদেশ সময়: ৪:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed