• ইউনাইটেড ফাইন্যান্সের লেনদে স্থগিত

    নিজস্ব প্রতিবেদক | ০৮ এপ্রিল ২০২১ | ১২:১৭ অপরাহ্ণ

    ইউনাইটেড ফাইন্যান্সের লেনদে স্থগিত
    apps

    লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী রোববার স্থগিত থাকবে পুুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্সর শেয়ার লেনদেন। এর আগে গতকাল এবং আজ স্পট মার্কেটে লেনদেন করেছে এ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
    জানা যায়, সর্বশেষ হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৩ টাকা। আগের বছর ইপিএস হয়েছিল ১.৩১ টাকা। ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭.১১ টাকা। আগামী ৫ মে বিকাল ৩টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
    ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৩০০ কোটি টাকা এবং ১৮৭ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ১৩০ কোটি ২১ লাখ টাকা। এ কোম্পানির ১৮ কোটি ৭১ লাখ ১৪ হাজার ৬১৫টি শেয়ারের মধ্যে ৫১.৮৩ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৯.৪৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ২৮.৭২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১২:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি