নিজস্ব প্রতিবেদক | ২৬ অক্টোবর ২০২১ | ১২:৫১ অপরাহ্ণ
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সর্বশেষ হিসাববছরে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল টাকা ৯৫ পয়সা। অন্যদিকে সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৩ পয়সা, আগের বছর আয় হয়েছিল ৮৮ পয়সা।
আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।
বাংলাদেশ সময়: ১২:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | saed khan