নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 28 বার পঠিত
ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লাটফর্মে রোববার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হাসমত আলী।
উপস্থিত শেয়ারহোল্ডারবৃন্দ বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন এবং কোম্পানির ব্যবসার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
বার্ষিক সাধারণ সভা শেষে ১৪৫তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ¦ মোহাম্মদ হাসমত আলী পরবর্তী মেয়াদের জন্য কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হন এবং মো. বেলায়েত হোসেন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ¦ মো. আজিজুর রহমান, ক্লেইম কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ এবং এনআরসি কমিটির চেয়ারম্যান এম.ইউ.এ.কাদের সর্বসম্মতিক্রমে পুনঃনির্বাচিত হন। ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান আলহাজ¦ নুরুদ্দিন আহমেদ নির্বাচিত হন। সভায় কোম্পানির অন্যান্য পরিচালকবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো. জাকারিয়া হোসেন ও কোম্পানি সচিব শাফকাত মওলা উপস্থিত ছিলেন।
Posted ৯:০৮ অপরাহ্ণ | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | rina sristy