| ১২ জুন ২০২২ | ৬:০৭ অপরাহ্ণ
ইউনিয়ন ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের ১২৭তম বোর্ড সভা সম্প্রতি চট্টগ্রামস্থ আগ্রাবাদ শাখার নিজস্ব ফ্লোরের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু। সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসমত আলী, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান, ক্লেইম কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পরিচালক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ ও বিবি ওয়াজেদাসহ সকল পরিচালকবৃন্দ। আরো উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো. জাকারিয়া হোসেন ও কোম্পানি সচিব শাফকাত মওলা। সভায় ২০২১ সালের সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাবের উপরে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা এবং আগামী ১৯ সেপ্টেম্বর এজিএমের তারিখ নির্ধারণ করা হয়।
বাংলাদেশ সময়: ৬:০৭ অপরাহ্ণ | রবিবার, ১২ জুন ২০২২
bankbimaarthonity.com | rina sristy