বিবিএনিউজ.নেট | ০২ জুলাই ২০১৯ | ২:১৯ অপরাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রোববার ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়।
সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন। এ সময় ব্যাংকটির পর্ষদ সদস্যসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫২ পয়সা এবং এককভাবে ইপিএস হয়েছে ২ টাকা ৪০ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৫৮ পয়সা এবং একক ভাবে ২ টাকা ৩১ পয়সা। সমাপ্ত বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭ টাকা ৩ পয়সা এবং এককভাবে ২৬ টাকা ৫৬ পয়সা।
বাংলাদেশ সময়: ২:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed