বিবিএনিউজ.নেট | ১৬ এপ্রিল ২০১৯ | ১০:৩৮ পূর্বাহ্ণ
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) সম্প্রতি ব্যাংকক হসপিটালের বাংলাদেশ লিয়াজোঁ অফিস লাইফ অ্যান্ড হেলথ লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ইউসিবির প্রধান কার্যালয়ে সম্পাদিত এ চুক্তি অনুযায়ী ইউসিবি কার্ডগ্রহীতারা ব্যাংকক হসপিটালে রুম চার্জ, ল্যাবরেটরি, এক্স-রে, মেডিসিন, ডেন্টাল ট্রিটমেন্ট প্রভৃতিতে বিশেষ সুবিধা উপভোগ করবে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এমডি মোহাম্মদ শওকত জামিল এবং লাইফ অ্যান্ড হেলথ লিমিটেডের এমডি ড. নিলাঞ্জন সেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবির ডিএমডি নাবিল মুস্তাফিজুর রহমান, ইউসিবির হেড অব কার্ডস ও এফভিপি নেহাল এ হুদা, লাইফ অ্যান্ড হেলথ লিমিটেডের ডিএমডি এনামুল হক এবং লাইফ অ্যান্ড হেলথ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী শারহান সাইফসহ উভয় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১০:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
bankbimaarthonity.com | Sajeed