নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ মে ২০২৪ | প্রিন্ট | 112 বার পঠিত
স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ইখতিয়ার উদ্দিন শাহিনের বিরুদ্ধে নানা অভিযোগের ভিত্তিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তার দায়িত্ব পানল না করাসহ বেশ কিছু নির্দেশনা জারি করে। তার পরিপ্রেক্ষিতে তিনি আইডিআরএ’র অফিস আদেশের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট পিটিশন (নং- ৩৪৪৭/২০২৪) দায়ের করেন। রিট পিটিশনটির শুনানি শেষে উচ্চ আদালত ২০২৪ সালের ২১ মার্চ আইডিআরএ’র আদেশে ছয় মাসের জন্য স্থগিতাদেশ প্রদান করে। ওই স্থগিতাদেশকে স্থগিত করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট।
সোমবার (১৩ মে) বিচারপতি এনায়েতুর রহিমের চেম্বারে শুনানি শেষে এই স্থগিতাদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, অনারেবল চেম্বার জজের এই আদেশের ফলে আইডিআরএ’র জারি করা সব নির্দেশ বলবৎ থাকবে। ফলে ইখতিয়ার উদ্দিন শাহীন আর কোনোভাবেই দায়িত্ব পালন করতে পারবেন না।
Posted ৯:২৬ অপরাহ্ণ | সোমবার, ১৩ মে ২০২৪
bankbimaarthonity.com | rina sristy