নিজস্ব প্রতিবেদক | ১৯ জুন ২০২০ | ৭:৩৭ অপরাহ্ণ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ফরিদপুরের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। আজ (১৯ জুন) দুপুরে গণমাধ্যমকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ বলেন, অন্যদের পরামর্শে করোনা পরীক্ষা করিয়েছিলাম। ডাক্তাররা বলেছেন আমি করোনা পজিটিভ। মানসিকভাবে আমি ঠিক আছি। স্বাস্থ্যবিধি মেনে বাসাতেই চিকিৎসা নিচ্ছি।
তিনি আরও জানান, আমার তেমন কোনো উপসর্গ ছিল না। জ্বর-কাশি বা অন্য কোনো উপসর্গও নেই এখনো। আসলে পরীক্ষা না করালে বুঝতেই পারতাম না যে আমিও করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছি।
বাংলাদেশ সময়: ৭:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan