
বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ২৩ জুন ২০২০ | প্রিন্ট | 290 বার পঠিত
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিমানবন্দর বন্ধ হওয়ার আগে বাংলাদেশে এসে আটকে পড়া ২৬৯ প্রবাসী বাংলাদেশিকে নিয়ে ইতালির রোমের উদ্দেশে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ( বিজি-৪১৩১) বিশেষ এই ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা শুরু করে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, ফ্লাইটের যাত্রীরা ইতালির রেসিডেন্ট কার্ড পাওয়া প্রবাসী বাংলাদেশি। করোনার আগে দেশে এসে আটকা পড়েন। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালি ফেরার আবেদন করেন। মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়।
এর আগে গত ১২ জুন ২৮৭ জনকে নিয়ে ইতালি যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম বিশেষ ফ্লাইট।
এদিকে ১২ জুন ইতালি যাওয়া ফ্লাইটের এক যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানা গেছে। সামাজিক নিরাপত্তার কারণে আক্রান্ত ওই যাত্রীর নাম প্রকাশ করেনি ইতালির হাসপাতাল কর্তৃপক্ষ।
Posted ২:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২০
bankbimaarthonity.com | Sajeed