| রবিবার, ১১ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 90 বার পঠিত
হাসিনা সরকার পতনের পর থেকেই দেশের শেয়ারবাজারে সুবাতাস বইছে। ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য হারে বাড়ছে সূচক ও লেনদেন। সেই ধারাবাহিকতায় আজ ১১ আগস্ট সপ্তাহ শুরু হয়েছে। এদিন সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হয়। সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫৩ শতাংশ বা ৯১.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৫.৯০ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮৫.২৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫১.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৪.৩৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩ টির, কমেছে ২০৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৩.২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ৭৬ কোটি ১ লাখ ৭২ হাজার ৮৯৪ টি শেয়ার ৩ লাখ ৫৯ হাজার ৬৫৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২ হাজার ১০ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৮ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫.৪৪ শতাংশ বা ৩০৬.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৯২৪.৮১ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৫৫.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৭৪.৯১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১০.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৩২.৭৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৩৬৪ টির, কমেছিল ২৭ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৯১.৪৫ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
গত কার্যদিবসে ডিএসইতে ৫৪ কোটি ৯১ লাখ ১১ হাজার ৫৮৩ টি শেয়ার ৩ লাখ ১৬ হাজার ৫১৯ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ১ হাজার ৬০৬ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪০৩ কোটি ৬১ লাখ ৬৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ২.৮৭ শতাংশ বা ৪৮২.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৭ হাজার ২৮২.৪৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৪ টির, কমেছে ৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৮৯ লাখ ২৬ হাজার ৭৭৬ টাকা।
Posted ৩:৫৯ অপরাহ্ণ | রবিবার, ১১ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan