নিজস্ব প্রতিবেদক: | ৩১ মে ২০২৩ | ৪:২৩ অপরাহ্ণ
বে-মেয়াদি ইনভেস্ট এশিয়া ব্যালেন্স ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেয়া হয়েছে।
বুধবার (৩১ মে ) বিএসইসির ৮৭০তম সভায় এই দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসেবে ইনভেস্টএশিয়া ক্যাপিটাল অ্যান্ড এসেট ম্যানেজম্যান্ট লিমিটেড ৫ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।
এই ফান্ডের সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ইনভেস্টএশিয়া ক্যাপিটাল অ্যান্ড এসেট ম্যানেজম্যান্ট লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে সেনটিলেন ট্রাস্ট্রি এবং কাস্টডিয়ান সার্ভিসেস লিমিটেড।
বাংলাদেশ সময়: ৪:২৩ অপরাহ্ণ | বুধবার, ৩১ মে ২০২৩
bankbimaarthonity.com | saed khan