• ইন্টারন্যাশনাল লিজিং পুনর্গঠন : ৫ পরিচালক নিয়োগ দিলেন হাইকোর্ট

    নিজস্ব প্রতিবেদক | ০৬ জুলাই ২০২১ | ১২:২৪ অপরাহ্ণ

    ইন্টারন্যাশনাল লিজিং পুনর্গঠন : ৫ পরিচালক নিয়োগ দিলেন হাইকোর্ট
    apps

    ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের অর্থ আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় প্রতিষ্ঠানের সাবেক পরিচালনা পর্ষদের অভিযুক্তদের বাদ দিয়ে নতুন পাঁচ জনকে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। তারা হলেন- সাউথ ইস্ট ব্যাংকের সাবেক সিইও সৈয়দ আবু নাসের বখতিয়ার, দুদকের সাবেক পরিচালক শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মিটফুল করিম, ব্যারিস্টার আশরাফ আলী এবং এনামুল হাসান।

    এর আগে পরিচালকদের নামের তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠাতে এবং প্রত্যেক বোর্ড মিটিংয়ে যোগদানের জন্য তাদের সম্মানী হিসেবে ২৫ হাজার টাকা করে দিতে ইন্টারন্যাশনাল লিজিংকে নির্দেশ দিয়েছেন আদালত।

    Progoti-Insurance-AAA.jpg

    এ আর্থিক কোম্পানিটির চেয়ারম্যান (আদালত নিযুক্ত) এন আই খান ছাড়া বাকি পরিচালকরা মামলায় অভিযুক্ত। তাই নতুন করে এ পাঁচজন ব্যক্তিকে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন আদালত।

    মঙ্গলবার (৬ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের এ আদেশ প্রকাশিত হয়েছে।


    আদালতে মামলায় কোম্পানিটির পক্ষে ছিলেন আইনজীবী মাহফুজুর রহমান মিলন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

    আইনজীবীরা বলেন, আদালত কিছু ব্যক্তির নাম দিয়ে জানতে চেয়েছিলেন তাদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেফতারি পরোয়ানা আছে কি-না। পরে সেটা দুদকে জমা দেয়া হয়েছিল। দুদক দেখতে পায় যে, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। কোনো উপযুক্ত আদালত থেকে জামিন না নেয়ার আগ পর্যন্ত তারা আইনের দৃষ্টিতে পলাতক। এ অবস্থায় তারা কোম্পানি চালাবে কীভাবে? এরপর আদালত কয়েকজন স্বাধীন পরিচালক নিয়োগ দেন।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১২:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি