নিজস্ব প্রতিবেদক | ১৩ এপ্রিল ২০২১ | ১২:৪৫ অপরাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালসের সব নিবন্ধন করা পণ্যের উৎপাদন ও বিপণনের ওপর থেকে গতকাল ১২ এপ্রিল নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওষুধ-প্রশাসন অধিদপ্তর। এর আগে কোম্পানিটি গত ২৩ মার্চ ডিএসইতে ফার্মাসিটিক্যালস পণ্য উৎপাদন ও বিপণন বন্ধে ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিষেধাজ্ঞার কথা জানিয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ৭ মার্চ কোম্পানিটি ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে পণ্য উৎপাদন ও বিপণন বন্ধে একটি চিঠি পেয়ে উৎপাদন বন্ধ রাখে।কোম্পানিটি তাৎক্ষণিকভাবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি রিট পিটিশন করেছিল।
আদালত কোম্পানিটির মামলার চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করেছিল গত ৪ এপ্রিল,২০২১।
ওষুধ ও রসায়ন খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১৫০ কোটি টাকা এবং ১১৩ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা। বর্তমানে কোম্পানির রিজার্ভে রয়েছে ৩৮ কোটি ২ লাখ টাকা। কোম্পানির ১১ লাখ ৩৭ লাখ ৭৩ হাজার ১৪০টি শেয়ারের মধ্যে ৪৬.০৩ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৯.১৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.১০ শতাংশ বিদেশি এবং ৪৪.৭৩ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। ২০২০ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪.৫০ শতাংশ নগদ এবং ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
বাংলাদেশ সময়: ১২:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan