| শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট | 1020 বার পঠিত
পেট বোতল-ফ্লেক্স থেকে উৎপাদিত পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) রফতানিতে নগদ ভর্তুকি বা অর্থ সহায়তা পেতে হলে ‘রফতানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) সনদপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে— পণ্য রফতানির বিপরীতে ভর্তুকির আবেদনপত্রের সঙ্গে ‘বাংলাদেশ পেট ফ্লেক্স ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’ এর পরিবর্তে ‘রফতানি উন্নয়ন ব্যুরো’র সনদপত্র দাখিল করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে আরও বলা হয়— সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পেট বোতল-ফ্লেক্স হতে উৎপাদিত পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার রফতানির বিপরীতে ভর্তুকির আবেদন ফরম সংশোধন করা হয়েছে।
Posted ১১:১৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed