• ইফতারের আগে বাড্ডায় সড়ক অবরোধ

    বিবিএনিউজ.নেট | ১০ মে ২০১৯ | ৭:১৫ অপরাহ্ণ

    ইফতারের আগে বাড্ডায় সড়ক অবরোধ
    apps

    বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে তৃতীয় দিনের মতো আজও বাড্ডায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা।

    শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মধ্য বাড্ডার পূর্বাংশের লেন অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। বিকেল ৬টার দিকে পুলিশ গার্মেন্ট শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

    Progoti-Insurance-AAA.jpg

    এর আগে শ্রমিকদের বিক্ষোভের কারণে সড়কে আটকে পড়ে শত শত যানবাহন। এতে গরমে ভোগান্তিতে পড়ে মানুষ। বিশেষ করে রোজাদারদের বিরক্তি আরও বেশি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, স্টার গার্মেন্টের শ্রমিকরা বিকেলে হঠাৎ রাস্তায় নেমে পড়েন। শ্রমিকদের দাবি, কর্মীদের বেতন-ভাতা পরিশোধ না করে গার্মেন্টটি গুটিয়ে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। কর্মীদের বেতন-ভাতা পরিশোধ ও তিন মাসের বেতন দিয়েই যেন গার্মেন্টটি কার্যক্রম বন্ধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রয়েছে বাড্ডা থানা পুলিশ। এ ব্যাপারে ডিএমপির গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার এলিক চৌধুরী জানান, গার্মেন্ট মালিক তাদের পাওনা দিতে গড়িমসি করছেন বলে অভিযোগ গার্মেন্ট শ্রমিকদের। প্রতি মাসের বেতন নির্ধারিত তারিখে পরিশোধ করছেন না। তাই তারা বাধ্য হয়ে আজ সড়ক অবরোধ করেন।


    তিনি বলেন, গত ১০/১২ দিনে এ নিয়ে ওই গার্মেন্ট কর্মীরা তিনবার রাস্তায় নামলেন।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৭:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ১০ মে ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শেখ হাসিনা মিউনিখের পথে

    ১৪ ফেব্রুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি