• ইভ্যালিতে দ্রুতই নিয়োগ পাচ্ছে অডিট কোম্পানি

    বিবিএ নিউজ.নেট | ২৭ অক্টোবর ২০২১ | ১:০১ অপরাহ্ণ

    ইভ্যালিতে দ্রুতই নিয়োগ পাচ্ছে অডিট কোম্পানি
    apps

    আলোচিত-সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির আয়-ব্যয়ের প্রকৃত হিসাব জানতে আগামী ১৫ দিনের মধ্যে অডিট কোম্পানি নিয়োগ দেওয়া হবে।

    মঙ্গলবার (২৬ অক্টোবর) হাইকোর্টের নির্দেশনায় গঠিত ইভ্যালির নতুন বোর্ডের প্রথম সভা শেষে এ সিদ্ধান্ত হয়েছে।

    Progoti-Insurance-AAA.jpg

    এদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ধানমন্ডির ইভ্যালি অফিসে সভা করে নতুন বোর্ড।
    বোর্ডের প্রধান সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ছাড়াও সভায় বোর্ডের অন্য সদস্যদের মধ্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, ওএসডিতে থাকা আলোচিত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ ও কোম্পানি আইন বিশেষজ্ঞ আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ উপস্থিত ছিলেন।

    নতুন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন বলেন, সভায় আমরা হাইকোর্টের রায় পর্যালোচনা করেছি। সে অনুযায়ী কাজ শুরু করছি। আমাদের প্রথম কাজই হচ্ছে অডিট করা। অডিটের জন্য দ্রুত আমরা একটা কোম্পানি নিয়োগ দেবো। হয়তো ১৫ দিনের মধ্যেই অডিট কোম্পানি নিয়োগ দেওয়া হবে।


    তিনি বলেন, অডিট রিপোর্ট আসার পর সবকিছু বোঝা যাবে। কোম্পানির আয়-ব্যয়ের প্রকৃত চিত্র উঠে এলে পরবর্তী সিদ্ধান্ত নেবো আমরা। কোম্পানি চলবে কি চলবে না, এটা অডিটের পর বোঝা যাবে। অডিটের আগে আমরা অন্য চিন্তা করছি না। আগে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা দেখবো।
    ইভ্যালির ওয়েবসাইট ও অ্যাপস খোলার বিষয়ে তিনি বলেন, সেগুলো যা যা করা লাগে, সবই হবে। চিন্তার কিছু নেই। কারণ, ওই জিনিসগুলো অডিট টিমের মেইন থিং। সেগুলো তো আমরা প্রোভাইড করবো।

    গত ২২ সেপ্টেম্বর কোম্পানি আদালতে ইভ্যালি অবসায়নে কমিটি গঠনের আবেদন করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৮ অক্টোবর ইভ্যালি পরিচালনা বোর্ড গঠন করেন হাইকোর্ট।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১:০১ অপরাহ্ণ | বুধবার, ২৭ অক্টোবর ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রডের দাম বাড়ছে

    ১৩ জানুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি