বিবিএনিউজ.নেট | ০৮ জানুয়ারি ২০২০ | ২:৩৮ অপরাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসির ৭১৪তম নিয়মিত কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এরপর এর পূর্ণ অবসায়ন ঘটবে। বন্ডের প্রতি ইউনিটের মূল্য হবে ২৫ লাখ টাকা। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।
বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে আইসিবি ক্যাপিটাল লিমিটেড। আর এর লিড অ্যারেঞ্জার হিসেবে থাকবে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট।
বাংলাদেশ সময়: ২:৩৮ অপরাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed