নিজস্ব প্রতিবেদক | ২৫ ডিসেম্বর ২০২১ | ৬:৩৬ অপরাহ্ণ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকার হাজী ক্যাম্প শাখার অধীনে আশকোনা উপশাখা চালু করেছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান মিজানুর রহমান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর মো. আনিসুর রহমান রহমান নাঈম ও মহিলা কাউন্সিলর জাকিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে এবং বিশিষ্ট ব্যবসায়ী হারুন অর রশিদ গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন।
সভায় স্বাগত বক্তব্য দেন হাজী ক্যাম্প শাখাপ্রধান সাইফুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখার ইনর্চাজ মোঃ মুহসিনুল কবির। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
/এস
বাংলাদেশ সময়: ৬:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | Masudul Haque