বিবিএ নিউজ.নেট | ০৫ জানুয়ারি ২০২১ | ২:১১ অপরাহ্ণ
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ইন্টার্নশিপ কোর্সের উদ্বোধন হয়েছে।
গত সোমবার ভর্চুয়াল প্লাটফর্মে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন।
আইবিটিআরএ-এর ডিরেক্টর জেনারেল এস এম রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মতিয়ার রহমান। বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৯৮ শিক্ষার্থী এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ২:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy