বিবিএনিউজ.নেট | ২৪ ডিসেম্বর ২০১৯ | ৩:৫৫ অপরাহ্ণ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে চাকরিকালীন পরলোকগত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. সালেহ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া, তাহের আহমেদ চৌধুরী, হাসনে আলম, মো. আব্দুল জব্বার ও মো. ওমর ফারুক খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন.এস.এম. রেজাউর রহমান। প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহী, পরলোকগত কর্মকর্তা কর্মচারীদের সহধর্মিণী ও সন্তানরা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৩:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed