বিবিএনিউজ.নেট | ০২ অগাস্ট ২০১৯ | ১:৪১ পিএম
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর খুলনা জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন আজ শুক্রবার খুলনার দৌলতপুর শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো: ইয়াহিয়া, ও মো. আব্দুল জব্বার। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনপ্রধান মো. মাকসুদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনে খুলনা জোনের ২১টি শাখার প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
মো. মাহবুব উল আলম বলেন, আগস্ট বাঙালি জাতির জন্য শোকাবহ মাস। এ মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শাহাদাত বরণ করেন। তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, ইসলামী ব্যাংক মানুষের আর্থিক অবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করছে। মানুষের জন্য কল্যাণমুলক খাতসমূহে বিনিয়োগের মাধ্যমে দেশের প্রতিটি মানুষের কাছে ইসলামী ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন এ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সততা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সেবা প্রদানের কারণে ব্যাংক মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। তিনি প্রযুক্তিসমৃদ্ধ উন্নত সেবা প্রদানের মাধ্যমে টেকসই উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের মাধ্যমে দেশের চলমান উন্নয়নে আরো ভূমিকা রাখার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
বাংলাদেশ সময়: ১:৪১ পিএম | শুক্রবার, ০২ অগাস্ট ২০১৯
bankbimaarthonity.com | Sajeed