বিবিএনিউজ.নেট | ০১ আগস্ট ২০২০ | ১২:২৫ অপরাহ্ণ
বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) পরিচালক প্রকৌশলী এ এম শওকত আলী (৮০) মারা গেছেন।
বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন শওকত আলী। ইবিএলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার বাদ জুমা বনানী চেয়ারম্যান বাড়ি মসজিদে নামাজে জানাজার পর মরহুমকে বনানী কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন কন্যা, এক পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মরহুম শওকত আলী ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট লিমিটেডের চেয়ারম্যান ও শমরিতা হাসপাতাল লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।
১৯৮৭-৯৩ সাল পর্যন্ত শওকত আলী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের প্রকল্পে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৩-৯৯ সময়ে প্রজেক্ট বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ১২:২৫ অপরাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | Sajeed