আব্দুল্লাহ ইবনে মাস্উদ | মঙ্গলবার, ০৭ মে ২০১৯ | প্রিন্ট | 742 বার পঠিত
বাংলাদেশ ব্যাংক ‘ইউভি কিউরিং বার্নিশে’র প্রলেপ দেওয়া নতুন ১০০ টাকার নোট বাজারে ছাড়ছে আগামী বৃহস্পতিবার। কেন্দ্রীয় ব্যাংকের এক বিবৃতিতে জানানো হয়, নতুন এ ব্যাংক নোট হবে দীর্ঘস্থায়ী ১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত। সেই সাথে বিদ্যমান নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো উন্নত করে এর নকশা করা হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর থাকা ১৪০ মিলিমিটার X ৬২ মিলিমিটার আয়তনের এ নোট ৭ মার্চ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে ইস্যু করা হবে এবং পরে তা দেশের অন্য সব কার্যালয়ে পাওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংকের বিবৃতিতে বলা হয়, নতুন ১০০ টাকার নোটে প্রচলিত নোটের নকশা ও রং অপরিবর্তিত থাকবে। তবে নতুন নোটের উভয় পাশে বার্নিশের প্রলেপ দেওয়া হবে। যার ফলে এটি চকচকে অনুভূত হবে এবং স্থায়িত্ব বাড়বে।
নতুুন নোটটি তুলনামূলক কম নোংরা হবে এবং এতে কিছু লেখা কঠিন হবে জানিয়ে বিবৃতিতে আরো বলা হয়, নোটের রং, নকশা এবং জলছাপ, ওভিআই কালিতে লেখা ১০০, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তিনটি বিন্দু, মাইক্রো প্রিন্ট ও খসখসে লেখার মতো নিরাপত্তা বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে।
নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০০ টাকার নোটও চালু থাকবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।
Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed