| শনিবার, ০৬ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 144 বার পঠিত
ঈদের আগে কিছুটা সুবাতাস বইছে দেশের শেয়ারবাজারে। বিদায়ী সপ্তাহে (৩১ মার্চ-০৪ এপ্রিল) ৫ কার্যদিবসের মধ্যে ৩দিনই সূচক বেড়েছে। সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বাজার মূলধন। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৭৯ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯৬ পয়েন্টে।
অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১১.৮৭ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৬৬.৪১ পয়েন্টে।
ডিএসই-৩০ সূচক ৩.৮৪ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪.৯৩ পয়েন্টে।
এছাড়া, ডিএসএমইএক্স সূচক ১৭৪.১২ পয়েন্ট বা ১০.৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮০৪.৫০ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১৮৮টি, কমেছে ১৬৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৮ কোটি ৬২ লাখ শেয়ার ৬ লাখ ১২ হাজার ২২০বার হাতবদল হয়।
টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ১৭৪ কোটি ২০ লাখ ১০ হাজার টাকা।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৭৫ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৯৮ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা বা ১০.০৪ শতাংশ।
বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৯ হাজার ২২৯ কোটি ২ লাখ ৯০ হাজার টাকা।
আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৯ হাজার ৯০৮ কোটি ৬২ লাখ টাকায়।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৬৭৯ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা বা ০.১০ শতাংশ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১.০২ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬১৪.৪৬ পয়েন্টে।
সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৪২.৪০ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৯৩.৮৩ পয়েন্টে।
অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৬.৮৮পয়েন্ট বা ০.৫৮ শতাংশ এবং সিএসআই সূচক ১০.৩৫ পয়েন্ট বা ০.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১৮৯.১৪ পয়েন্টে এবং এক হাজার ৮৪.৯৩ পয়েন্টে।
এছাড়া সিএসই-৩০ সূচক ১১.১২ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭১২.৯৪ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১৩৪টি, কমেছে ১৪৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৭২ লাখ ৩১ হাজার ৯০৫ টাকার।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৭ কোটি ১৭ লাখ ৪৪ হাজার ৪১৪ টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৩৪ কোটি ৪৫ লাখ ১২ হাজার ৫০৮ টাকা বা ৪৪.৭১ শতাংশ বেড়েছে।
Posted ৩:৪১ অপরাহ্ণ | শনিবার, ০৬ এপ্রিল ২০২৪
bankbimaarthonity.com | saed khan