বিবিএনিউজ.নেট | রবিবার, ০৯ জুন ২০১৯ | প্রিন্ট | 505 বার পঠিত
ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে জমে গেছে বিপুল পরিমাণ কনটেইনার। এতে বন্দরের কার্যক্রমে অচলাবস্থা তৈরির অবস্থা সৃষ্টি হয়েছে। মূলত জাহাজ থেকে খালাস হওয়া কন্টেইনারগুলোই জট তৈরি করেছে।
বিশেষ ব্যবস্থায় ঈদের ছুটিতেও বন্দরের সব বিভাগে কাজ চলেছে। কনটেইনার ডেলিভারির সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকরাও কাজ করছেন। শুধু ঈদের দিন বুধবার ১২ ঘণ্টা ডেলিভারি কার্যক্রম বন্ধ ছিল বলে বন্দর সূত্রে জানা গেছে।
তবে আমদানিকারকদের এজেন্টরা এ সময়ে ডেলিভারি নিতে আগ্রহী না হওয়ায় এ জট দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, শিল্প প্রতিষ্ঠানে এখন ছুটি চলছে। ঈদের আগে ৩ দিন ও পরে ৩ দিন মহাসড়কে পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা আছে। তাই পুরো সপ্তাহে পণ্য ডেলিভারি কমে যাচ্ছে। এতে কনটেইনারের জট সৃষ্টি হয়েছে।
এদিকে বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায় আছে ৪০টির বেশি জাহাজ। জেটিতেও আছে কয়েকটি জাহাজ। জট সৃষ্টি হচ্ছে বেসরকারি ১৯টি ডিপোতেও। রফতানি পণ্য নিয়ে অপেক্ষায় আছে প্রায় সাড়ে ৫ হাজার ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি।
Posted ১২:০২ অপরাহ্ণ | রবিবার, ০৯ জুন ২০১৯
bankbimaarthonity.com | Sajeed