• উত্থানের ধারায় সপ্তাহ শেষ করল পুঁজিবাজার

    নিজস্ব প্রতিবেদক | ০৯ জুলাই ২০২০ | ৩:৫০ অপরাহ্ণ

    উত্থানের ধারায় সপ্তাহ শেষ করল পুঁজিবাজার
    apps

    ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেন। আজ লেনদেনের শুরু থেকেই কয় প্রেসারে একটানা বাড়তে দেখা গেছে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে আগের দিনের তুলনায় ডিএসইতে লেনদেন বেড়েছে ১১৬ কোটি টাকা।

    বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪০৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৩৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ১১ বেড়ে অবস্থান করছে ১৩৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২০১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪৭ কোটি ৪৭ লাখ ৮ হাজার টাকা।

    Progoti-Insurance-AAA.jpg

    এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪০৩৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯২৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩৫৭ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ২৩১ কোটি ৫ লাখ ৮৫ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ১১৬ কোটি ৪১ লাখ ২৩ হাজার টাকা।

    এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১১০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৪ কোটি ২৯ লাখ ৫১ হাজার টাকা।


    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৩:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি