• উদার দিগন্তের শীতবস্ত্র বিতরণ

    বিবিএনিউজ.নেট | ২৪ জানুয়ারি ২০২১ | ৪:৫৭ অপরাহ্ণ

    উদার দিগন্তের শীতবস্ত্র বিতরণ
    apps

    উদার দিগন্ত সাহিত্য সংসদ ও পাঠাগারের উদ্যোগে লাইলাক গ্রুপের চেয়ারম্যান ও সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি সেলিনা চৌধুরীর পক্ষ থেকে কুলাউড়া উপজেলার টিলাগাঁও বৈদ্যশাসন শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে সম্প্রতি শীতবস্ত্র বিতরণ করা হয়।

    সংগঠনের সভাপতি মো. মুজির উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সালাম মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান।

    Progoti-Insurance-AAA.jpg

    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক, টিলাগাঁও ওয়াফের নির্বাহী পরিচালক মো. আব্দুল মালিক, সৈকত তরুণ সংঘের সভাপতি মো. মুহিবুর রহমান আকাশ। এছাড়াও উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো. সুলতান মিয়া, ব্রাহ্মণবাজার ইউনিয়ন প্রবাসী কল্যাণ গ্রুপের উপদেষ্টা সায়েদ আহমদ সাদসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

    উদার দিগন্তের মহৎ উদ্যোগে সাড়া দিয়ে সমাজসেবামূলক চিন্তা নিয়ে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্তদের পাশে এসে দাঁড়ানোর জন্য বক্তারা সেলিনা চৌধুরীর প্রতি এবং তার ঐতিহ্যবাহী পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৪:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২৪ জানুয়ারি ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি