বিবিএনিউজ.নেট | রবিবার, ২৪ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | 333 বার পঠিত
উদার দিগন্ত সাহিত্য সংসদ ও পাঠাগারের উদ্যোগে লাইলাক গ্রুপের চেয়ারম্যান ও সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি সেলিনা চৌধুরীর পক্ষ থেকে কুলাউড়া উপজেলার টিলাগাঁও বৈদ্যশাসন শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে সম্প্রতি শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মো. মুজির উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সালাম মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক, টিলাগাঁও ওয়াফের নির্বাহী পরিচালক মো. আব্দুল মালিক, সৈকত তরুণ সংঘের সভাপতি মো. মুহিবুর রহমান আকাশ। এছাড়াও উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো. সুলতান মিয়া, ব্রাহ্মণবাজার ইউনিয়ন প্রবাসী কল্যাণ গ্রুপের উপদেষ্টা সায়েদ আহমদ সাদসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
উদার দিগন্তের মহৎ উদ্যোগে সাড়া দিয়ে সমাজসেবামূলক চিন্তা নিয়ে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্তদের পাশে এসে দাঁড়ানোর জন্য বক্তারা সেলিনা চৌধুরীর প্রতি এবং তার ঐতিহ্যবাহী পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Posted ৪:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২৪ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed