বিবিএ নিউজ.নেট | ০৭ ফেব্রুয়ারি ২০২১ | ১২:৪৫ অপরাহ্ণ
উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি ‘স্পেশাল ইয়ার্ন ইউনিট’ প্রকল্পের মাধ্যমে দিনে ১০ টন উৎপাদন ক্ষমতা বাড়াবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি বর্তমানে দিনে ৫১ টন ( ২৫ টান কার্ড অ্যান্ড কম্বডেড ইয়ার্ন, ১০ টন মেলান্জ ইয়ার্ন এবং ১৬ টন সিনথেটিক ইয়ার্ন) উৎপাদন ক্ষমতা রয়েছে।
এ প্রকল্পে কোম্পানির ১৮৬ কোটি টাকা ব্যয় হবে। মতিন স্পিনিং ১২৫ কোটি টাকা ডিইজি (ডয়েচে বিনিয়োগ-এবং এনটউইক্লুংজেজিআইআইস্যাচাট এমবিএইচ কামারগ্যাসে ২২, ৫০৬৭৬ ক্লোন্জ) জার্মানি থেকে ঋণ নেবে। আর বাকি ৬১ কোটি টাকা কোম্পানির নিজস্ব অর্থায়ন থেকে বিনিয়োগ করা হবে।
এ প্রকল্প সম্পূর্ণ হওয়ার পর মতিন স্পিনিংয়ের বছরে গড় উৎপাদন ক্ষমতা বাড়বে সাড়ে ৮ থেকে ৯ টন। আর কোম্পানির বার্ষিক টার্নওভার বাড়বে ৯৫ এতকে ১০০ কোটি টাকা।
বাংলাদেশ সময়: ১২:৪৫ অপরাহ্ণ | রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy