মঙ্গলবার ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

ঊর্ধ্বমুখী ধারায় বাজার

বিবিএ নিউজ.নেট   |   মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   245 বার পঠিত

ঊর্ধ্বমুখী ধারায় বাজার

সোমবারের মতো আজ  মঙ্গলবারও (৩ আগস্ট) উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্স প্রথমবারের মতো রেকর্ড ৬ হাজার ৫০০ পয়েন্ট ছাড়িয়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার অঙ্কে লেনদেন।

এর আগে সোমবার (০২ আগস্ট) সূচকটি অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। সোমবার সূচকটি ৬ হাজার ৪৮১.৫৬ পয়েন্ট অবস্থান করছিল। তবে গতকাল ৫৪.৩০ পয়েন্ট বেড়ে প্রথমবারের মতো ছয় হাজার ৫৩৫.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ লেনদেন শেষে ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২.৪৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২২.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে এক হাজার ৪২৪.৬০ পয়েন্টে এবং দুই হাজার ৩৬৬.৪৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২ হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ টাকার। যা আগের দিন থেকে ১২৬ কোটি ৬৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১৮৭ কোটি ৮৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৮টির বা ৪৭.৪৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১৭০টির বা ৪৫.৩৩ শতাংশের এবং ২৭টির বা ৭.২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫৫.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯ হাজার ১৪.৩৩ পয়েন্টে।

সিএসইতে আজ ৩২৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৫টির দর বেড়েছে, কমেছে ১৪১টির আর ২০টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে ৮০ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
top-1

Posted ৩:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।