• এক্সিম ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

    বিবিএ নিউজ.নেট | ২১ মার্চ ২০২১ | ৪:৫১ অপরাহ্ণ

    এক্সিম ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন
    apps

    পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক লিমিটেড মুদারাবা বা ইসলামী শরীয়াহসম্মত বন্ড ইস্যু করে ৬শ কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটিকে বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।

    গতকাল রোববার অনুষ্ঠিত বিএসইসি ৭৬৬তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
    বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

    Progoti-Insurance-AAA.jpg

    সূত্র অনুসারে, এক্সিম ব্যাংকের বন্ডটি হবে আনসিকিউরড, কন্টিনজেন্ট-কনভার্টেবল, ফ্লোটিং রেট, পারপেচ্যুয়াল বন্ড। বন্ডের কুপন রেট হবে ৬ থেকে ১০ শতাংশের মধ্যে।

    এ বন্ডটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইস্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাষ্ট, স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।


    উল্লেখ্য, এ বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এক্সিম ব্যাংক লিমিটেড কোম্পানির এডিশনাল টায়ার-ও ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এ বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

    আলোচিত বন্ডের অ্যারেঞ্জার সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস। ট্রাস্টির দায়িত্ব পালন করবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি।

     

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৪:৫১ অপরাহ্ণ | রবিবার, ২১ মার্চ ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি