নিজস্ব প্রতিবেদক: | বুধবার, ৩১ মে ২০২৩ | প্রিন্ট | 60 বার পঠিত
শেয়ারবাজারে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির জন্য এগ্রো অর্গানিকা পিএলসির কিআইও অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৮৫৮তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এসএমই খাতে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মূলধন উত্তোলনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানিটি ১০ টাকা মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে ৫ কোটি টাকা মূলধন উত্তোলন করবে।
শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ যন্ত্রপাতি ক্রয় এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে এগ্রো অর্গানিকা পিএলসি।
আর্থিক বিবরণী অনুযায়ী, সর্বশেষ হিসাববছরে (৩০ জুন, ২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। আর শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৮ পয়সায় (পুনঃমূল্যায়নসহ)।
বিএসইসির শর্ত অনুযায়ী, লেনদেন শুরুর পর থেকে তিন বছর কোম্পানিটি কোন বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। শাহজালাল ইক্যুইটি ম্যানেজম্যান্ট কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।
Posted ৪:১৭ অপরাহ্ণ | বুধবার, ৩১ মে ২০২৩
bankbimaarthonity.com | saed khan