
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৬ মার্চ ২০২৫ | প্রিন্ট | 164 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির এজিএমে শেয়ারহোল্ডারদের সশরীরে উপস্থিত থাকার বিষয়টি আইনে রুপান্তর করার দাবি জানিয়েছেন বিনিয়োগকারীদের সংগঠন শেয়ারহোল্ডার্স গাইডলাইন লিমিটেড। গতকাল ২৬ মার্চ রাজধানীর বিজয় নগরের একটি হোটেলে ‘শেয়ারবাজার সংকট; উত্তরণের উপায়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ দাবি জানান তারা।
তারা বলেন, বিনিয়োগকারীদের সশরীরে উপস্থিতি নিশ্চিত করতে করোনাকালীন জারি করা প্রজ্ঞাপন বাতিল করতে হবে। এটি এখন আইনে রুপান্তর করতে হবে। কোন কোম্পানি যাতে আর কোন এজিএম ডিজিটাল পদ্ধতিতে করতে না পারে। তারা বলেন আমরা সশরীরে এজিএম দেখতে চাই।
শেয়ারহোল্ডারর্স গাইডলাইন লিমিটেডের চেয়ারম্যান গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শেয়ার ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি’র প্রধান সম্পাদক মোহাম্মাদ মুনীরুজ্জামান। পুঁজিবাজার বিশ্লেষক জামিল আহমেদ ও সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম বাবু।
মো. আফসার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, করোনা মহামারি শুরু হওয়ার পর ২০২১ সালের ১০ মার্চ বিনিয়োগকারীদের সশরীরে উপস্থিতির পরিবর্তে হাইব্রিড পদ্ধতি বা ডিজিটাল পদ্ধতিতে এজিএম করার নির্দেশনা দেওয়া হয়েছিল। করোনা মহামারি নিয়ন্ত্রণে আসার পর সাধারণ বিনিয়োগকারীরা তাদের স্বশরীরে উপস্থিতিতে এজিএম করার দাবি জানিয়ে আসছিল। কিন্তু ডিজিটাল পদ্ধতিতে এজিএম হলে কোম্পানির কোন জবাবদিহিতা করতে হয় না বলে তারা ডিজিটাল পদ্ধতিতে এজিএম করতে থাকেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছাড়া নিজেদের ইচ্ছে মতো অযৌক্তিক প্রস্তাব এজিএম-এ পাশ করিয়ে নিত। বিএসইসির এই নির্দেশনা জারির পরেও কোম্পানিগুলো বিভিন্নভাবে চেষ্টা করছে যাতে ডিজিটাল পদ্ধতি বহাল রাখা যায়। তারা বলেন, পুঁজিবাজারকে পাশ কাটিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই বিনিয়োগকারীদের সেই দাবি পূরণ করতে সশরীরে বিনিয়োগকারীদের উপস্থিতি নিশ্চিত করতে আইন করতে হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত বিনিয়োগকারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শংকর মল্লিক, মো. মোতালেব হোসেন, দেলোয়ার হোসেন ও আবু সুফিয়ান টিটো প্রমুখ। অনুষ্ঠানে প্রায় শতাধিক বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।
Posted ৯:৩৯ অপরাহ্ণ | বুধবার, ২৬ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | rina sristy