• এটিএম কাডের্র চুরি থেকে বাঁচার কৌশল

    বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | ২৬ জানুয়ারি ২০১৯ | ১২:২৯ অপরাহ্ণ

    এটিএম কাডের্র চুরি থেকে বাঁচার কৌশল
    apps

    বিশ্বের অন্যান্য দেশের মতে বাংলাদেশেও এটিএম কাডের্র মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়ে থাকে। আর কাডের্র গোপন পিন চুরি করে সেখান থেকে তথ্য হাতিয়ে নেয়ার ঘটনাও ঘটছে অহরহ। তাই আগে থেকেই সাবধান হতে জেনে নিন কিছু কৌশল।

    কার্ড রিডার স্লটে এসব ডিভাইস ইনস্টল করা থাকে যাতে এটিএম কাডের্র ম্যাগনেটিক স্ট্রিপ থেকে যাবতীয় তথ্যাদি চুরি করা যায়।

    Progoti-Insurance-AAA.jpg

    এটিএম বুথের কার্ড স্লাটটি কিছুটা ফাঁপা অথবা ঠিক অবস্থানে আছে কিনা তা পরীক্ষা করে নিন। অনেক সময় আসল কার্ড স্লাটের ওপরে বিকল্প কার্ড রিডার স্লাট যুক্ত করে ডেবিট কাডের্র যাবতীয় তথ্য চুরি করা হয়। অনেক সময় কার্ড স্লাটে ‘লেবানিজ লুপ’ থাকে। লেবানিজ লুপ হলো হুলসমেত ছোট্ট প্লাস্টিক ডিভাইস যা কার্ডটিকে মেশিনে আটকে রাখে।

    মেশিনের ডিসপ্লেতে অনেক সময় নকল ফ্রন্ট কভার যুক্ত করে রাখে প্রতারকরা। অনেকের পক্ষে তা ধরা সম্ভব হয় না। ফ্রন্ট কভারে ভুল বার্তা  দিয়ে গ্রাহকদের পিন এবং টাকা চুরি করে থাকে প্রতারকচক্র।


    আসল কিপ্যাডের ওপরে ভুয়া কিপ্যাড লাগানো থাকে। টাচ করার সময় যদি কিপ্যাড স্পঞ্জের মতো বা ঢিলেঢালা মনে হয় তবে পিন দেয়া থেকে বিরত থাকুন।

    মেশিনে অনেক সময় ক্ষুদ্র ক্যামেরা লুকিয়ে রাখা হয়। আবার এটিএম বুথের ছাদেও ক্যামেরা লুকিয়ে রাখা হয়। ক্যামেরার সাহায্যে সহজে পিন চুরি করা যায়।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১২:২৯ অপরাহ্ণ | শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি