| বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 97 বার পঠিত
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের নিয়ে সোনারগাঁওয়ে সম্প্রতি ঈদ পুনর্মিলনী ও স্টর্ট অব দ্য ফাস্ট কোয়ার্টার ২০২৪ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শাহ্ জামাল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যান, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, বিশেষ অতিথি ছিলেন এ.কে.এম. মোস্তাফিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও পরিচালক, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, হোসনে আরা বেগম, এজেন্সি ডিরেক্টর (ওভারসিজ) এবং মো. মিজানুর রহমান, কনসালটেন্ট।
এনআরবি ইসলামিক লাইফের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের স্টর্ট অব দ্য ফাস্ট কোয়ার্টার ২০২৪ সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট ও উপহার প্রদান এবং ওভারসিজ ব্যাবসায় সাফল্যের স্বীকৃতি স্বরূপ এজেন্সি ডিরেক্টর (ওভারসিজ) হোসনে আরা বেগমকে উপহার প্রদান করা হয়।
Posted ৭:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
bankbimaarthonity.com | rina sristy