বিবিএ নিউজ.নেট | ০৫ মে ২০২১ | ১২:৪৫ অপরাহ্ণ
এনআরবি ব্যাংক লিমিটেডের উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন মো. মুখতার হোসেন।
এনআরবি ব্যাংকে যোগ দেয়ার আগে তিনি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত ছিলেন।
মুখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৪ সালে বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি প্রাইম ব্যাংক, এক্সিম ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ১২:৪৫ অপরাহ্ণ | বুধবার, ০৫ মে ২০২১
bankbimaarthonity.com | rina sristy