বিবিএনিউজ.নেট | ১১ জুলাই ২০১৯ | ৩:২৩ অপরাহ্ণ
এনআরবি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভায় ডা. নেছার আহমেদ চৌধুরী সর্বসম্মতিক্রমে রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ম্যানচেস্টার মেডিকেল স্কুলের শিক্ষক, ডা. চৌধুরী ও ডা. সুলতান প্র্যাকটিসের প্রিন্সিপাল পার্টনার ও জেনারেল প্র্যাকটিশনার হিসেবে কর্মরত। ডা. নেছার আহমেদ সবচেয়ে কম বয়সে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, যুক্তরাজ্যের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি মার্সি ভেল প্রাথমিক বিদ্যালয়, হিটন মার্সি, স্টকপোর্ট, ইউকের সাবেক গভর্নর এবং এনএ চৌধুরী লিমিটেডের পরিচালক।
এছাড়া তিনি সক্রিয়ভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও যুক্তরাজ্য থেকে এমআরসিজিপি ডিগ্রি অর্জন করেছেন।
বাংলাদেশ সময়: ৩:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed