নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 236 বার পঠিত
ন্যাশনাল টি কোম্পানির অচলাবস্থা নিরসনে বুধবার (১৩ নভেম্বর) বাংলাদেশ টি বোর্ডের বর্তমান চেয়ারম্যানের তত্বাবধানে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ন্যাশনাল টি কোম্পানির পরিচালকরা অংশগ্রহণ করেন। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের মনোনীত পরিচালক অতিরিক্ত সচিক নাভিদ শফিউল্লাহ, শেয়ারহোল্ডার পরিচালক মো. সারোয়ার কামাল, শাকিল রিজভী, আইসিবি’র এমডি আবুল হোসেন সভায় যোগ দেন। এনটিসির সংকট কাটিয়ে উঠার জন্য তার এ উদ্যোগ স্টেকহোল্ডারদের মধ্যে আশার সঞ্চার করেছে।
এর আগে ২৪ অক্টোবর বাংলাদেশ চা বোর্ডের নতুন চেয়ারম্যানের দায়িত্ব লাভ করেন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, এসইউপি, এনডিসি, পিএসসি। চা বোর্ডে যোগ দেওয়ার পর চা শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানে তৎপর হন। তিনি বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ করেন। এরই ধারাবাহিকতায় অচলাবস্থায় থাকা সরকারি ন্যাশনাল টি কোম্পানির পর্ষদের সঙ্গে আলোচনায় বসেন।
উল্লেখ্য, ন্যাশনাল টি কোম্পানির অধীনে সিলেট বিভাগের মৌলভীবাজার, সিলেট এবং হবিগঞ্জ জেলায় ১২ টি চা বাগান রয়েছে। ২১ অক্টোবর থেকে এনটিসির অধীনে থাকা ১২টি চা বাগানের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে লাগাতার ধর্মঘট শুরু করেন। জানা যায়, শ্রমিকদের প্রায় ১০ সপ্তাহের মজুরি বাকি রয়েছে। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বেতন ৩ মাস বকেয়া। বাগানগুলোতে প্রায় ১০ হাজার ৫০০ নিবন্ধিত শ্রমিক রয়েছেন। এতে তাদের পোষ্যসহ পরিবারের ৫০ হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছেন।
সম্প্রতি তিনি অন্য একটি আলোচনায় ন্যাশনাল টি কোম্পানির বাগানে উৎপাদন বন্ধের বিষয়ে বলেন, এনটিসি সরাসরি টি বোর্ডের অধীনে নেই। কীভাবে এই রুগ্নদশা থেকে উৎপাদনে ফিরিয়ে আনা যায় এ বিষয়ে মন্ত্রণালয়-এনটিসি আলাদা মিটিং করছে। আমরাও এটাতে ইনভলভ হচ্ছি। সবাই মিলেই চেষ্টা করছি, যাতে এনটিসির যে কারেন্ট চ্যালেঞ্জ সেটা থেকে বেরিয়ে আসতে পারে। এখানে শুধু বাগানেই পাতা নষ্ট হচ্ছে সেটাই না, অনেক চা গুদামে আছে সেটাও একটা ইস্যু। অনেক শ্রমিক রয়েছে যারা কাজ করতে পারছে না এবং অনেক চা পাতা গার্ডেনে পড়ে আছে সেগুলো উৎপাদন করতে পারছে না। সব লেভেল থেকেই চেষ্টা করা হচ্ছে সমস্যা উত্তরণের জন্য।’
সভা প্রসঙ্গে ন্যাশনাল টি কোম্পানির পরিচালক শাকিল রিজভীকে এই ব্যাপার প্রশ্ন করা হলে, তিনি সন্তোষ প্রকাশ করে জানান, টি বোর্ড চেয়ারম্যান কোম্পানির সার্বিক অবস্থা সম্পর্কে জ্ঞাত হয়েছেন। তিনি সত্বর কোম্পানির বোর্ড সভা আহ্বান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন। তিনি তার তরফ থেকে কৃষি ব্যাংক থেকে পুনঃতফসিলসহ বর্ধিত ঋণের অর্থছাড়করণে সর্বাত্মক সহায়তা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
টি বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন বলেন, কোন এক পরিচালকের গাফিলতিতে বারবার বোর্ড সভা পিছিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আমি দুইদিন তাদের সাথে বসেছি, তাদের সমস্যা চিহ্নিত করেছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি। শ্রমিক অসন্তোষের কারণে সরকার যেনো বিব্রত না হয়, সে ব্যাপারে পরিচালকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছি। কৃষি ব্যাংকের ঋণ পুনঃতফসিল করার ব্যাপারে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের অনুরোধ করেছি। আগামীকাল (সোমবার) এনটিসির পরিচালকদের সভায় বিষয়টি সমাধান হওয়ার আশা করছি। দেশের চা শিল্পে বিষয়টি প্রভাব ফেলছে বিধায় দ্রুত সমাধানে এগিয়ে আসার ব্যাপারে তাদের পরামর্শ দেয়া হয়েছে।
Posted ৯:১২ অপরাহ্ণ | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | rina sristy