• এনসিসি ব্যাংকের বন্ড ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন

    নিজস্ব প্রতিবেদক | ০১ ডিসেম্বর ২০২০ | ১০:৫৪ পূর্বাহ্ণ

    এনসিসি ব্যাংকের বন্ড ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন
    apps

    বাংলাদেশ ব্যাংক (বিবি) পুজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) ৫০০ কোটি টাকার ফুল্লি রিডেম্বল নন-কনভার্টেবল কূপন বিয়ারিং পারপেচ্যুয়াল বন্ড অনুমোদন করেছে।
    ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
    সূত্র জানায়, ব্যাংকটি শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ১৮ জানুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওইদিন দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকের ইজিএম অনুষ্ঠান হবে।
    ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ ডিসেম্বর।
    এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির বন্ড ইস্যুর অনুমোদন দেয়।
    জানা গেছে, এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, ফুল্লি রিডেম্বল, আনসিকিউরড, আনলিস্টেড, কূপন বিয়ারিং পারপেচ্যুয়াল বন্ড। যার কূপন হার ৯.৫০% থেকে ১২.৫০%।
    পারপেচ্যুয়াল বন্ডটি বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
    উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এনসিসি ব্যাংক লিমিটেড কোম্পানির এডিশনাল টায়ার-ও ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এই বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।
    এই বন্ডের ট্রাস্টি এবং লিড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে ইসি সিকিউরিটিজ লিমিটেড এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড কাজ করছে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ ক্যালেন্ডার

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি