
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 148 বার পঠিত
এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আবদুস সালাম।
সম্প্রতি পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে (উদ্যোক্তা পরিচালক) তাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
তিনি দেশের একজন স্বনামধন্য প্রকৌশলী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আবদুস সালাম ১৯৬৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন।
তিনি বাংলাদেশের প্রথম কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এবং প্রথম অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনার উদ্যোক্তা হিসেবে স্বীকৃত। তিনি ৫০ থেকে ৪০০ মেগাওয়াট ক্ষমতার অসংখ্য বিদ্যুৎকেন্দ্র স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা দেশের জ্বালানি অবকাঠামো উন্নয়নে এক মাইলফলক। ভারী প্রকৌশল খাতে ইঞ্জিনিয়ার সালামের অবদান অনন্য। তিনি ৩৫০ টন ধারণক্ষমতা সম্পন্ন অতিভারী রেল ট্রলির নির্মাণ এবং ২০০, ৬০০ ও ১০০০ টন ধারণক্ষমতার তিনটি ভাসমান ক্রেন নির্মাণে নেতৃত্ব দিয়েছেন।
একজন সফল উদ্যোক্তা হিসেবে তিনি দ্য বেঙ্গল ইলেকট্রিক লিমিটেড, মাল্টিপল ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, গংগাটিয়া ফিশারিজ লিমিটেড, বেঙ্গল শিপইয়ার্ড লিমিটেডসহ বিভিন্ন খাতে একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক।
কয়েক দশক ধরে তিনি বাংলাদেশের ইলেক্ট্রোমেকানিক্যাল ইনস্টলেশনের ক্ষেত্রে একজন অগ্রণী বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
Posted ৪:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
bankbimaarthonity.com | rina sristy