অর্থনীতি ডেস্ক | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৪:৫৭ অপরাহ্ণ
শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.৬৫৪০ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৮ ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার দর অনুযায়ী দাঁড়িয়েছে ১১.০৬ টাকায়। লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ মার্চ।
বাংলাদেশ সময়: ৪:৫৭ অপরাহ্ণ | শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed