
বিবিএ নিউজ.নেট | বুধবার, ০৭ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 292 বার পঠিত
শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই নির্বাচনে পরিচালক প্রার্থীদের ঋণখেলাপী তথ্য যাচাই শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদন চেয়ে আজ সংগঠনটির বর্তমান সভাপতি বরাবর একটি চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা নাহিদা হাবিবা স্বাক্ষরিত ৭ এপ্রিলের চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, বেসরকারী খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর পরিচালনা পর্ষদের ২০২১-২০২৩ মেয়াদে নির্বাচন আগামী ৫ মে তারিখ অনুষ্ঠিত হবে।
এফবিসিসিআই-এর সংঘবিধির ১৫ (সি) ধারা মোতাবেক এফবিসিসিআই নির্বাচনে ঋণ খেলাপীদের অংশগ্রহণ নিষিদ্ধ রয়েছে। যা অনুসরণে প্রার্থীদের ঋণখেলাপী সংক্রান্ত তথ্যাদি যাচাই করা প্রয়োজন।
এফবিসিসিআই নির্বাচন ২০২১-২০২৩ এ পরিচালক পদে প্রার্থীদের সিআইবি সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রেরণের লক্ষ্যে এফবিসিসিআই হতে প্রাপ্ত কাগজপত্র নির্দেশক্রমে প্রেরণ করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
Posted ৫:০০ অপরাহ্ণ | বুধবার, ০৭ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | rina sristy