বিবিএ নিউজ.নেট | ১৩ ফেব্রুয়ারি ২০২১ | ১২:২৩ অপরাহ্ণ
দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান।
সম্প্রতি রাজধানীর মতিঝিলে অবস্থিত এফবিসিসিআই আইকন টাওয়ারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান এবং এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম ঐকমত্য পোষণ করে বলেন, মালদ্বীপের অর্থনীতি আমদানিনির্ভর হওয়ায় বাংলাদেশ থেকে সবজি, গবাদি পশু, পোলট্রি, ওষুধ, প্রক্রিয়াজাত খাদ্য ও হিমায়িত খাদ্য রফতানির যথেষ্ট সুযোগ রয়েছে।
শেখ ফজলে ফাহিম বলেন, আগামী মার্চের তৃতীয় সপ্তাহে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল বাংলাদেশে আসতে পারে। তখন এফবিসিসিআই ও মালদ্বীপের ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি মিলে একটি বিটুবি বিজনেস মিটিং আয়োজন করতে পারে, যেখানে উল্লিখিত খাতগুলোর ওপর আলোকপাত করা হবে।
বাংলাদেশ সময়: ১২:২৩ অপরাহ্ণ | শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy