বিবিএনিউজ.নেট | ১১ অগাস্ট ২০১৯ | ৮:৫৮ এএম
নিউজিল্যান্ডে মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার জের কাটতে না কাটতেই এবার হামলা হয়েছে নরওয়ের একটি মসজিদে।
শনিবার বিকেলে দেশটির রাজধানী অসলোর আল নূর ইসলামিক সেন্টারে হামলা চালিয়েছেন এক বন্দুকধারী। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর জানিয়েছে, হেলমেট পরা এক বন্দুকধারী মসজিদটিতে হামলা চালায়। হামলাকারী শ্বেতাঙ্গ বলে জানা গেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
আহত ব্যক্তির অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
অসলো পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মসজিদে এ হামলার সত্যতা নিশ্চিত করেছে।
এর আগে, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে জুমার নামাজের সময় বন্দুক নিয়ে হামলা চালান এক অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ। পৈশাচিক ওই হত্যাকাণ্ডে ৫১ জন মুসল্লি প্রাণ হারান।
বাংলাদেশ সময়: ৮:৫৮ এএম | রবিবার, ১১ অগাস্ট ২০১৯
bankbimaarthonity.com | Sajeed