বিবিএনিউজ.নেট | ১০ জুলাই ২০১৯ | ২:৩৩ অপরাহ্ণ
তারিক আফজালকে সম্প্রতি এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও এমডি হিসেবে নিযুক্ত করা হয়েছে। এ নিয়োগের আগে তিনি ব্যাংকের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও এমডি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ব্যাংকের ডিএমডি পদে যোগ দেন।
তারিক আফজালের একটি সুদীর্ঘ ব্যাংকিং কর্মজীবন রয়েছে। তিনি আশির দশকের শেষদিকে লন্ডনে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরে কানাডার ক্রেডিট ইউনিয়ন, এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কর্মরত ছিলেন।
এছাড়া তিনি ব্র্যাক ব্যাংক ও ব্যাংক আল-ফালাহর সিনিয়র পদে কর্মরত ছিলেন। এছাড়া বাংলাদেশে ডান ও ব্র্যাডস্ট্রিটের কান্ট্রি হেড হিসেবে নিযুক্ত ছিলেন।
তারিক আফজাল বাংলাদেশের দুই বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সোনালী ও রূপালী ব্যাংকের ব্যাংকিং প্রক্রিয়া ও সিস্টেমের স্বয়ংক্রিয়করণ এবং রূপান্তরের বাস্তবায়ন সফলভাবে পরিচালনা করেন।
বাংলাদেশ সময়: ২:৩৩ অপরাহ্ণ | বুধবার, ১০ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed