নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 356 বার পঠিত
৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। একই সঙ্গে কোম্পানিটি রাইট শেয়ার ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ এবি ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৫০ পয়সা, যা গত বছরের একই সময়ে ১৫ পয়সা ছিল।
অন্যদিকে আলোচিত বছরে এককভাবে এবি ব্যাংকের শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) হয়েছে ৪৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ২১ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে এবি ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ২৬ পয়সা।
আআমী ১০ জুন, বৃহস্পতিবার বিকাল ৪টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ মে।
এদিকে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদেরকে ১:৬ হিসেবে অর্থাৎ প্রতি ৬টি বিদ্যমান শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ইস্যু করা হবে। এই শেয়ার আভিহিত মূল্য তথা ১০ টাকা দরে ইস্যু করা হবে। রাইট শেয়ারে কোনো প্রিমিয়াম থাকবে না।
শেয়ারহোল্ডারদের সম্মতি এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদ সাপেক্ষে এই শেয়ার ইস্যু করা হবে।
Posted ৭:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | Sajeed