• এমটিবি ও আনোয়ার ল্যান্ডমার্কের মধ্যে চুক্তি সই

    বিবিএনিউজ.নেট | ১০ জুলাই ২০১৯ | ২:৫৬ পিএম

    এমটিবি ও আনোয়ার ল্যান্ডমার্কের মধ্যে চুক্তি সই
    apps

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের মধ্যে সম্প্র্রতি এমটিবির প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় আনোয়ার ল্যান্ডমার্কের গ্রাহকরা হ্রাসকৃত প্রসেসিং ফি ও সুদের হারে এমটিবি হোম লোন সুবিধা গ্রহণ করতে পারবেন এবং এমটিবির গ্রাহকরাও একইভাবে আনোয়ার ল্যান্ডমার্কের অ্যাপার্টমেন্ট বিশেষ হ্রাসকৃত মূল্যে কিনতে পারবেন।

    আনোয়ার ল্যান্ডমার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ এবং এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়া এ অনুষ্ঠানে আনোয়ার ল্যান্ডমার্কের নির্বাহী পরিচালক বিক্রয় ও বিপণন নূর ই আলম সিদ্দিকী, হেড অব মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড নাজমুল খান মজলিশ ও সিনিয়র জেনারেল ম্যানেজার বিক্রয় ও বিপণন হক ফয়সাল, এমটিবির হেড অব রিটেইল বিজনেস তৌফিকুল আলম চৌধুরী, হেড অব পে-রোল ব্যাংকিং সুলতানা শিকদার অহনা এবং গ্রুপ চিফ কমিউনিকেশন্স অফিসার আজম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ২:৫৬ পিএম | বুধবার, ১০ জুলাই ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত