বিবিএ নিউজ.নেট | ২০ মার্চ ২০২১ | ২:৪৩ অপরাহ্ণ
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এমটিবির হেড অব ট্রানজেকশন ব্যাংকিং ডিভিশন মো. বখতিয়ার হোসেন ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী অজিত চন্দ্র আইচ এ চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আব্দুল করিম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আজিজুর রহমান, এমটিবির ইউনিট হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট মোহাম্মদ আশিক ইকবাল খান ও হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট আজম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২০ মার্চ ২০২১
bankbimaarthonity.com | rina sristy