• এমপি মাশরাফিকে রংপুরের অভিনন্দন

    | ০৩ জানুয়ারি ২০১৯ | ৩:২৮ অপরাহ্ণ

    এমপি মাশরাফিকে রংপুরের অভিনন্দন
    apps

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। রাজনীতির মাঠ জয় করে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আবারও ফিরছেন ক্রিকেট মাঠে। ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে মাশরাফির রংপুর রাইডার্স খেলবে চিটাগং ভাইকিংসের বিপক্ষে।

    ঢাকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হন রংপুরের কোচ টম মুডি। মাশরাফিকে তার সাফল্যের জন্য অভিনন্দন জানান মুডি। বলেন, ‘মাশরাফি শুধু পার্লামেন্ট মেম্বারই নয়, সে কিন্তু ক্রিকেটেরও মেম্বার। সে তার নতুন জীবনের নতুন অধ্যায় শুরু করেছে। এই সাফল্যের জন্য আমরা সবাই তাঁকে অভিনন্দন জানিয়েছি। তবে আমি জানি, মাশরাফি ক্রিকেট খেলার জন্য মুখিয়ে থাকবে, যখন শনিবার থেকে বিপিএল শুরু হবে।’

    Progoti-Insurance-AAA.jpg

    ২০১৯ বিপিএলে রংপুর অংশ নিচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। মুডি মনে করছেন, শিরোপা ধরে রাখা চ্যালেঞ্জিং হবে তার দলের জন্য। কাজেই পা মাটিতেই রাখছেন তিনি, ‘আমাদের ভালো করেই জানি, এটি একটি প্রতিযোগিতামূলক আসর। প্রতিটি দলই বেশ ভারসাম্যপূর্ণ। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে গত টুর্নামেন্টনা দারুণ কেটেছিল আমাদের। আমরা জানি, সামনে আমাদের অনেক লম্বা পথ পড়ে আছে।’

    রংপুরে মাশরাফির মত অধিনায়ক, আলেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স আর ক্রিস গেইলের মত বিশ্বমানের টি- টোয়েন্টি ব্যাটস্যান রয়েছেন। তবে শিরোপা জয়ের জন্য দলীয় পারফরম্যান্স গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মুডি, ‘সাত ম্যাচের জন্য আমরা এবি কে পাচ্ছি। পুরো টুর্নামেন্টই থাকবে হেলস। আমাদের ভালো মানের দেশি ও বিদেশি ক্রিকেটার আছে। তবে ব্যক্তিগত পারফরম্যান্স আমাদের টুর্নামেন্ট জেতাবে না। দরকার সম্মিলিত প্রচেষ্টা।’


    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৩:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ছোটপর্দায় আজকের খেলা

    ০৪ জানুয়ারি ২০১৯

    ছিটকে পড়লেন হার্দিক পান্ডিয়া

    ২১ ফেব্রুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি